Sunday, September 22, 2019

নীলাদ্রি দেব





অস্বচ্ছ, জামরং যুবকের কবিতা - দুই 

জামগাছ ছায়া দিয়েছিল পশ্চিম কোলে 
আমাদের যাতায়াত ঢিলে হয়ে এল
ডাব গাছে বাসা বাঁধা রানী মৌমাছি সূর্যের স্বাদ পেল লোমের গোড়ায় 
উড়ে গেল বাম হাঁটু থেকে 
ফুলে বসে ডানা খুলে রেখে এল প্রেমিকের ঘ্রাণ 
যে দুপুরে মরে গেল 
        এক ঠোঁটে লেগে ছিল মধুর আঁচড় 
জামগাছ ছায়া দিয়েছিল 
                               দেহের ওপর

No comments:

Post a Comment