Sunday, September 22, 2019

রাতুল চন্দরায়















বাগান

আহত করার পর আঘাত ধুলোয় গড়াগড়ি
খায়। তাকে দুহাতে কুড়াই। ধুলো মুছে,অসহায়
শরণাগতকে রাখি পাঁজরের পিঞ্জরে, সে পাখি
ঠোকরে ঠোকর দিয়ে অনাবিল বিষাদ বাজায়।

টলোমলো পায়ে এসে প্রতাারনা দুহাত বাড়ায়
তাকে কোলে তুলে নিই, খেলা দিই, মোছাই দুচোখ
সে আমার কাঁধে চেপে গোধূলি দেখতে যায় রোজ
দিগন্তে আগুন , প্রেম চিতাকাঠে সাজিয়েছে শোক।

অথচ নিবিড় তুমি এসবের কিছুই জানোনা
কোন তার কোন সুরে বেজে ওঠে কতটা আঘাতে
সেকথা জানতে হলে চৌকাঠ পেরোতে হয়। তুমি
সেধুলো মাখোনি, শুধু ফুল রেখে গেছো জানালাতে

কখনো ভিতরে এসো, দেখে যেও, আনাচে কানাচে
অভিমান গাছে কত অপমান ফুল হয়ে আছে।


No comments:

Post a Comment