Tuesday, September 24, 2019

ওবায়েদ আকাশ






কোথাও ভোর, সূর্যাস্ত কোথাও

আজ শহরতলীর মেয়েটি
কিছু জিগ্যেস করবার আগেই ভোর হলো

সে তার সমস্ত মান অভিমান খুলে জলে ফেলে দিল

তবু তার নামেই পৌঁছেছে এই প্রসিদ্ধ সাম্পান
তাকে আটকে দিচ্ছে সোনাদানা, হিরে-জহরত, ক্ষমতার দৌর্দণ্ড আভা

শহরতলীর মেয়েটির আমাকে কিছু জিগ্যেস করবার প্রয়োজন ছিল

তবু তাকে একা একা বন্দিত হতে হলো অচেনা বন্দরে

তার সারা দেহে লাফিয়ে উঠছে বন্দরের রোদ
নিশ্বাসের আসা যাওয়ায় বিপুল জলোচ্ছ্বাস আর
সমুদ্রচিলের ক্রন্দনের মতো তার সমস্ত আর্তনাদ উড়ে যাচ্ছে ঝড়ে

আমি মেয়েটিকে টেনেহিঁচড়ে পুনর্বার  মধ্যরাতে ফিরিয়ে নিয়ে যাই
হাতে হাতে পৌঁছে দেই নক্ষত্রের চিঠি, দিগ্বিজয়ের ভাষা

আর এই অস্তাচল ঘিরে হামলে পড়া অন্ধকার তখন প্রতিভা পোহায়

পৃথিবীর কোথাও না কোথাও ভোর হয় তখন
কোথাও না কোথাও সূর্য  ডুবে যায়

২১/০৯/২০১৯
পুরানা পল্টন, ঢাকা

No comments:

Post a Comment