নিম অন্নপূর্ণা সিরিজ
এই লোকে
পিরিতের যাবতীয় অশান্তি আসুক ফিরে
ওগো প্রিয়, দেউলঘাটায় পাথরে বসে স্নানে যাও
যত কাছাকাছি
তত সড়ক উজিয়ে কষ্টবোধ আসে
উনুনে আঁচ
দেয় প্রতিবেশী পুরুষ, সেদ্ধ হয়
অশ্রু
তবু তো আমাদের অনশন দিবস বাড়ে
প্রতিমাসে
অভিমান নেই, পোড়োবাড়িতে ঝলসানো তরবারি
ক্রমে কুকথারা ডিম পাড়ে, নিঃস্বার্থে
উত্তাপ দেয় কৃষ্ণ
আমিও কাউকে নীল সর্পবিষ খাওয়াবো ভাবি রোজ
সামুদ্রিক ঝড়
শেষে, নিজেই আকন্ঠ পানাহারে বসি...
ভালো লাগল #শিবসাগর
ReplyDelete