Sunday, September 22, 2019

পম্পা দেব






দুটি কবিতা 


কবিতা এক
ঈশ্বরদী জংশন, গা ঘেঁষে
নাটোরের পথে -
যে দুটি সরলরেখা চলে গেছে,
তার বুকে জমে থাকা যুবক জীবন !
ক্ষেত-ময় কেয়া ফুল , কাশের সাদার
মতো ঢেউ তোলে।
প্ল্যাটফর্ম
  থেকে এই ছাড়বে সে ,
ধোঁয়া ওঠা রেলের কামরায় ,
কবেকার দুখ জাগানিয়া
অচেনা তরুণ দিন ভেসে আসে-
তার পায়ে নতজানু রংপুর গ্রাম ,
জিলা স্কুল.....আজীবন,
ধানক্ষেত ফুরায়না , আউস দিন ফুরায়না,
রাখালিয়া
   খিলখিল মন,
দুঃখ উপচে পড়ে গাছে গাছে ,
লিখিত তা সালোকসংশ্লেষে
আজীবন আতা ফল , লোনা জল,
অসমাপ্ত কৃষিকাজ,
বীজ বোনে , দূরবর্তী প্রদেশের দিকে...


কবিতা দুই
কুষ্টিয়া কতদূর,  লালনের ঘর?
কত শাপলা পদ্মার বুকে-
যতই জরিপে
  যাও ,
তোমাকে নিয়ে যাবে-
প্রত্নদ্বীপের বুকে জেগে থাকা ক্ষতস্থান!
গাঢ় মেঘ, অভিমানী সোনার সন্ঞ্চয়।
বৃষ্টিদিনের শেষে শালের প্রান্তরে-
কারা যেন ফিসফিস কথা বলে...
পূর্বজন্ম থেকে,
ভেসে আসা প্যাপিরাস
  ,
কড়ি ও কোমল ছুঁয়ে মিড়ের সঙ্গতে
চিঠি লেখে , পাতা ছেঁড়ে
পরিযায়ী পাখিদের পথে।
হারমোনিয়ামে লাগে প্রাণ -
হু হু স্বরে হাওয়ার প্রলাপে
কথা ভাসে , ইতস্তত ছিন্ন মেঘ
বাসের জানালা দিয়ে চোখ রাখে
কাঁটাতারে ,
  আনাচে কানাচে ।











1 comment:

  1. দুটো কবিতাই মন ছুঁয়ে যাওয়া।

    ReplyDelete