ষড়যন্ত্র
কোথাও দূরের গান বেজে ওঠে ধীরে
সাঁঝের আভায় লাগে সামান্য বাতাস
তোমাকে তখন ভাবি, অত্রি নদী তীরে
একা বালকের মতো কিসের আশ্বাস
মুগ্ধ করে রাখে,আর,তুমি ভুলে যাও
বাড়ি ঘর দেশ গ্রাম ছায়াঘেরা দিন
মনে পড়ে কোথা যেন পাড়ি দিল নাও
সব কিছু ভেসে যায় একা উদাসীন
এক ঝাঁক পাখি ওই উড়ে যায় গাছে
ভাঙা সেই বাড়িটির খুব আশেপাশে
কার ঘরে জ্বলে দীপ, প্রগাঢ় আঁধার
তবু ছেয়ে আছে দিকচক্রবাল জুড়ে
চাঁদের নিহত আলো কোন সমাচার
নিয়ে আসে পায়ে পায়ে সারা পাড়া ঘুরে
No comments:
Post a Comment