Monday, September 23, 2019

পার্থপ্রতিম মজুমদার





সেতু

শিকল ছিঁড়ে গেছে

তোমার সঙ্গে
তোমার ভাষায় 
 কথা বলা
হয়ে উঠল না আমার

তবুও সকাল হয়
পাখি ডাকে
আকাশ থেকে
অবিরল ধারায়
বৃষ্টি পড়ে

পৃথিবী রমণী হয়ে ওঠে

আর তুমি
আমার দিকে তাকাও

সেতু সম্পূর্ণ হয়...

No comments:

Post a Comment