ঘুম
আজকাল
সারাদিন ঘুম পায়।
প্রেম, ঈর্ষা, বিট্রেয়াল
যেন গুড়ো গুড়ো ঘুমের ওষুধের মতো আমাকে জড়িয়ে ধরে।
ঘুমের ভেতরে
জীবন।
ছায়া চরাচর
হয়ে বসে থাকে যেন কোনো নির্জন মঠের গায়ে হেলান দিয়ে।
মঠের গায়ে শুকিয়ে
যাওয়া রক্তের দাগে আমি ঘুমের ওষুধ মিশিয়ে দিই।
রক্তকে এইভাবে
নির্জীব করে দেওয়াও এক ধরনের জীবন।
আজকাল সারাদিন
ঘুম পায়।
অকালে তুষার
পাতের মতো এই ঘুম।
যাবতীয়
কান্নার উপরে বরফ পড়ে।
রুশরা এই বরফ
চাপা কান্নাকে বলে মৃত ভোলগা।
জর্জিয়ানরা
বলেন কালো স্ট্রবেরি।
আর কবিরা বলেন
বিস্মৃতিপাত।
চশমা
কাল চশমাটা ভেঙে গেল।
একটাই চশমা ।
মনে, মনে বিরক্ত হলেও একটা স্বস্তির চোরা
টান
অনুভব করলাম।
আজ থেকে কদিন আবছা
দেখবো।
এখন আবছা দেখা
ভাল।
কোথাও হয়তো
অনেক লোক মিলে মারামারি করছে।
আমি ভাববো
মেলা হচ্ছে।
এখন আবছা দেখা
ভাল।
রাগ, প্রেম, ঈর্ষা,
তোমার গোপন জন্মদাগ
সব মেঘের মতো আবছা
হয়ে যাবে।
এইভাবে মায়া
কাচ ছিঁড়ে পৃথিবীর সমস্ত সন্দেহ
যদি আবছা হয়ে
যায়...
সকলের চশমা ভেঙ্গে
যাক।
আবছা, খোলা চোখে টেনে নেবো
সবাইকে বুকের সীমায়।
যেভাবে অন্ধজন
চায়।
বুক ভাঙা
রাতের ডানায়।
No comments:
Post a Comment