Tuesday, September 24, 2019

রাহুল পুরকায়স্থ





ভ্রমবাতায়নে

কে জাগে, কে জেগে আছে?

সারারাত রাতের ভিতরে
আলো আর আমি

অন্ধকার জুড়ে
অন্ধ আলো দিগন্তে ছড়ায়

আগুনের ঝাউবনে কারা দৌড়ায়!

জলে নৌকা দুলে ওঠে
জলে আলো দুলে ওঠে
আলোকে আলোক চমকায়

কার নাকছাবি!

হারিয়ে গিয়েছে যে যে আলো
তারা যদি ফিরে আসে

কী হবে, কী হবে তবে, ভাবি


No comments:

Post a Comment