মেলা
গাছ ভেবে নিলেই
হবে আর ছায়াচাতাল
ফুঁ দিয়ে চড়কি
ঘোরাবো তালপাতা সেপাই
জিলেপি বাদামভাজা
স্বপ্নে পাওয়া কাচের চুড়ি
দুনিয়া থেকে নদী
হাপিস তো কী হয়েছে
জল আছে তো চোখের
শেষে মনের শেষে
কিচিরমিচির নেই
ঘেউ কিংবা মিঁয়াও মিঁয়াওও
তবু চামড়া খুলে
চামড়া পরে শিস দিতে দিতে
কাদামাটি কুলকুচি
করে বমিরক্তকফ
কোথাও একটা
বেড়াতে যাই চলো
খিদে সহ্য করতে
না পারলে
আমরা তো রইলামই
...
দ্রোহ
বিদ্যুৎ চমকালে
দরজা খোলে
বৃষ্টিপাতে স্নান
উধাও
হারিয়ে যাওয়াও
নেই কোনো খেলার অজুহাতে
দ্রোহ আসে,
খায়দায়
রান্নায় অস্থির
ধোঁয়া ওঠে
আসে ফল্গু ঘাম
মুছতে মুছতে
যৌনঘ্রাণ মঁ মঁ
করে কেবল
ছিন্ন স্বাধীনতা
দিবসরাত্রিছাদ
গোঙানির অনুসরণ
কেউ কেউ সিঁড়ি ভেবে চলে
বলি শোনো,
শ্বাস,
কোথাও কোনো কষ্ট
নেই
No comments:
Post a Comment