বেগুনি মাছের দল
১।
আমারও ইচ্ছা খুব
বেগুনি মাছের দল খুঁটে খাবে চামড়ার নুন
ঝিনুকের ঠোঁট খুলে বুদবুদ শ্বাস প্রশ্বাস
বৃন্তে সাজিয়ে নেবো প্রবালের খসখসে নখ
আর কিছুদিন পরে জন্মাবো সমুদ্র হয়ে
২।
এই যে তোমায় আড়াল করে
চশমার কাচে
ঘনিষ্ঠতার অজুহাতে
খসে পড়ছে ঊনকোটি তারা
এই যে আমরা দেখতে পেলাম এক সন্ধ্যায় লক্ষ্য বছর পুরনো, মৃত আলোদের শরীর
আমাদের এক রাত্রির বালির সংসার...
চোখের পলক...
৩।
আঁশ নিয়ে, লতাপাতা মন নিয়ে
উঠে আসি বালি অঞ্চলে
পানীয়তে ঢেলে নি' রঙবেরঙের জেলিফিশ
জলের ফোঁটার মত
রাতের শরীর থেকে ঝরে যায় পরীদের স্নান
তিনভাগ এসে থামে একভাগ উভচারণে
তোমাকে সম্মোহনে নিতে আসি জল-বিশ্বাসে
৪।
মনমত পাথর
পরিত্যক্ত জলাজঙ্গল
রাশভারী প্রাণী
আর শূন্যতা জমিয়ে রেখেছি ডাইরির ভাঁজে
অবসরে ডুব দিয়ে ঘুরে আসি জলের গভীরে
রোদ্দুর সেজে
৫।
এত বুঝি সহজ তোমায় আলতো হাতে ছোঁয়া,
আমি জলের মতন সহজ হ'য়ে এলাম
কতদূর, অতল, তোমার গভীরে দাও স্পর্শাধিকার
জলে আর অভাব থাকছে না
৬।
সারারাত পিষে যায় যান্ত্রিক বাস
খুন করে ফেলে রাখে গর্ভবতী ট্রাক
জলের ভিতর ঘরে
খাঁড়িপথে জন্মায় নৌকাবিহার
যোগাযোগ বাঁচিয়ে রাখার ছলে চিৎ হয়ে শুই
যমুনায় ভোর মিলেমিশে ফের কাজে ফিরে যাবো
পথে ঢেকে রাখি দিন
শৈবালে শরীরের গোপন ঝিনুক
আপনার কবিতা বরাবরই ভালো লাগে। এবারে, একটু বেশি রকমের ভালো লাগলো। আমি উচ্চারণ করে পড়েছি বার তিনেক। বড্ডো বড্ডো ভালো। ২ আর ৫ বিশেষ করে
ReplyDelete