প্রভু
ঘুমন্ত
জরায়ুতে টোকা পড়ে
অসময়ে বীর্যপাত
ঘটেছে প্রভুর।
ডেকে ওঠে
শৃগাল।
যুদ্ধের
সময় যেমন বাজানো হয় শিঙা
সমস্ত মন্ত্র
সঁপে দিতে হবে নির্দ্বিধায়
যেন এক
মাটির প্রদীপ, সারা ঋতু এভাবেই
আলো দিয়ে
যাবে উত্তাপ শুষে শুষে!
মৃত কথকের
গান
মাটিতে
পেতেছি কান, মৃত্যুর কফিনে কত তারা
উথল সাগর
ঢেউ, এতকাল কাছে ছিল যারা!
ঝিনুক ছড়িয়ে
যেও , শরীরের ভাঙাচোরা খোলে
কি হবে
এমন রাত, আঁধারের পূর্ণতা না হলে ?
পুরোনো
প্লেয়ারখানি সযত্নে আড়ালে রাখা বুঝি
তবে এই
ভাদ্রে কেন মিছোমিছি বারিষকে খুঁজি?
শহর ভুলেছে
কবে, ফকিরের কেঁপে ওঠা গান
বিবাগী
বিকেলজুড়ে চড়ুইয়ের কাক ভেজা স্নান!
অসুখের
শেষ কবে ? বেলা দেখো পড়ে এল বুঝি
খরার শরীরে আজো মিছোমিছি বারিষকে খুঁজি।
খুবভালোলাগলো
ReplyDeleteসুন্দর। বেশ লেখা ।।
ReplyDelete