Sunday, September 22, 2019

শ্রীদর্শিনী চক্রবর্তী






বাঁধনী

তোমাকে ছুঁয়ে গেছে ব্যথার জনপদ
আঁচলে লেগে আছে চোরকাঁটা
শরীরে কালশিটে বাঁধনী লাল-নীল
সুষমাহীন চোখে সন্নাটা

জঠর হারিয়েছে ভ্রূণের মায়াপথ
ছবিতে ছেয়ে গেছে রাষ্ট্র কূট
তোমার পাশে সারা সোশ্যাল মিডিয়া,
ঘরের কোণে সব বেবাক ঝুঠ

অন্ধকার যার সে জানে কত চাল
কত ধানের মৃত শরীর চায়,
বন্ধ দরোজার ওপারে আলোদের
এপারে না আসাই অভিপ্রায়

তবুও তুমি এই শরীর মেলেছো,
ভেঙেছ লজ্জা, ভেঙেছ ভয় -
সময় ভুলে যাবে তোমার নগ্নতা
ব্যথার লাল-নীল বাঁধনীময়

No comments:

Post a Comment