ইচ্ছে
সারাজীবন একটা বড়ো গাছের নিচে পাথর হয়ে থাকা।
যারা শরীরসর্বস্ব, একদিন তারা পাথর হয়ে জন্মাবে।
শুধু মন, শুধু মনের কথা লিখে লিখে যাদের কবিতা
শরীর ভুলেছে; যারা ভেবেছে পাথর পাথরই, তার
মন নেই---তারা হাওয়া হয়ে যাবে একদিন।
শুধু মন, শুধু মনের কথা লিখে লিখে যাদের কবিতা
শরীর ভুলেছে; যারা ভেবেছে পাথর পাথরই, তার
মন নেই---তারা হাওয়া হয়ে যাবে একদিন।
আমি চুপচাপ এই পৃথিবীকে দেখে যাচ্ছি কতদিন---জগৎ
হয়তো আরো বড়ো কিছু---কে জানে!
আমি চাই এভাবে পাথরের গায়ে হাওয়া এসে লাগুক!
যে মনস্বিনীকেই পাই কাছে, আসে যেই ছুঁয়ে বলি,
---শরীর,শরীর কই?
হয়তো আরো বড়ো কিছু---কে জানে!
আমি চাই এভাবে পাথরের গায়ে হাওয়া এসে লাগুক!
যে মনস্বিনীকেই পাই কাছে, আসে যেই ছুঁয়ে বলি,
---শরীর,শরীর কই?
এইভাবে পাথরও একদিন শরীরসর্বস্ব হতে চেয়েছিল;
আমিও সারাজীবন একটা বড়ো গাছের নিচে পাথর হয়ে থাকি?
আমিও সারাজীবন একটা বড়ো গাছের নিচে পাথর হয়ে থাকি?
শুক্রবারের জগৎ
পিঁপড়েরা এখন এই মাকড়সাকে টেনে নিয়ে যাবে।
আজ শুক্রবার।সন্ধেবেলা পুবালি হাওয়া দিচ্ছে জোরে।
ওদের মধ্যে কোনো আলোচনা হয়ে থাকবে---ষড়যন্ত্র!
বহুকাল থেকে তো এইসব চলে আসছে; একে ভুল উচ্চারণের মতো প্রচলিত বলে মেনে নিতে ইচ্ছা হয়।
আমাদের গান যেমন সাজানো-গোছানো, জগতের দেওয়াল তেমন না---অসমান
এবড়োখেবড়ো---তার পুরোটা
দেখা যায় না। পিঁপড়েরা এরপর উধাও হয়ে
কোথায় নিয়ে চলে যাবে---তুমি পুরোটা পাবেনা। যেন
মৃত্যু জীবনকে ঠেলে নিয়ে যাচ্ছে কোথাও। আজ
শুক্রবার---কোনো নারীর সঙ্গ পেয়েছ দুপুরে তাই
সারা বিকেল তুমি আনমনা, তুমি দ্রষ্টা, যেন গভীরভাবে
জগৎকে দেখতে পাচ্ছ সন্ধেবেলা---হাওয়া দিচ্ছে আর
দেওয়ালে একটা ষড়যন্ত্র, যেন কী গভীর কথা তাদের!
দেখা যায় না। পিঁপড়েরা এরপর উধাও হয়ে
কোথায় নিয়ে চলে যাবে---তুমি পুরোটা পাবেনা। যেন
মৃত্যু জীবনকে ঠেলে নিয়ে যাচ্ছে কোথাও। আজ
শুক্রবার---কোনো নারীর সঙ্গ পেয়েছ দুপুরে তাই
সারা বিকেল তুমি আনমনা, তুমি দ্রষ্টা, যেন গভীরভাবে
জগৎকে দেখতে পাচ্ছ সন্ধেবেলা---হাওয়া দিচ্ছে আর
দেওয়ালে একটা ষড়যন্ত্র, যেন কী গভীর কথা তাদের!
তারা কাউকে টেনে নিয়ে উধাও হয়ে যাচ্ছে জগতের বাইরে।
খুব সুন্দর
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteতোমার কবিতাগুলি পড়ে আমি এক আশ্চর্য বোধের জগতে পৌঁছে যাই ৷ খুব ভাল লিখেছ রণজিৎ ৷ আমার আবহমান ভালবাসা নিও ৷
ReplyDeleteধন্যবাদ শঙখশুভ্রদা। কেউ আমার কবিতা পড়ছে এইই তো অনেক। আর আশ্চর্য বোধের জগৎ! জানিনা, শুনে ভয় পাই, কাঁপতে থাকি।
Deleteশ্রদ্ধা নিও।
This comment has been removed by the author.
DeleteThis comment has been removed by the author.
Deleteভাল লাগল।
ReplyDeleteবা! অন্য ধরনের প্রকাশ।
ReplyDeleteঅভিনন্দন!