চণ্ডালের
শোক নিভে যায়
মৃত্তিকা
কাঁপছে দ্যাখো, জলরেখা নিরুদ্দেশ হয়
গভীরে সঞ্চয়
নেই খেলা করে উদ্বেগী হাওয়া
জীবন যাপিত
হল অহরহ এপাশ ওপাশ
তুমি শুধু
নিঃস্ব হও, নিষ্পেষিত পতনের ক্ষয়
অধরা ইচ্ছারা
সব পথ হাঁটে হামাগুড়ি দেয়
চৈতন্যে
বিলাস নেই, বিলাসিত মল-কালচার
গোপনে গোপন
ভাঙে ছত্রাকার সুসজ্জিত দেনা
মোহিতে
আবিষ্ট যেন ইত্যাকার লোভনীয় পাশা
সব খেলা
শেষ হবে সময় বসাবে তার থাবা
সভ্যতার
হুঁশ নেই বকলমে চলে গণতন্ত্র
বাস্তুতন্ত্র
ঘাড়ে নিয়ে বিবর্তন পর-মুখাপেক্ষী
জল তাই
উবে যায়, শ্বাসকষ্টে প্রবাহিত ঋণ
মানুষের
বিষম পাপ আজ দেখি উঁকি দ্যায়
মৃত্তিকা
গভীর হলে চণ্ডালের শোক নিভে যায়
মুণ্ডহীন
প্রতিবাদ
মাংসের
ভিতরে লোভ, লালসার চিহ্ন আঁকা
শপিং মল
থেকে মেঠো পথ
থাবা এগিয়েছে বাঁকা
টাটকা সতেজ
যৌন গন্ধ বিমোহিত নাটমঞ্চ
কুশিলব
আমাদের পূর্ব পরিচিত
কলি ফুটছে,
প্রস্তুত মালঞ্চ
দমবন্ধ
চাপাশ্বাস, অসভ্যতার চেরা জিভ
পরিবেশ
ঘিরে ধরছে অক্টোপাস
সাঁতার কাটতেই থাকে
সম্ভ্রমের ভিত
এই অবর
বেলা, স্যাঁতসেঁতে অন্ধকার আলো
বিবেকহীন
উৎকোচ-সমন্বিত রাংতামোড়া জীবন
আহা আহা তাকে বোলো
না কালো
মাথা থেকে
যেই নেমে যাবে ভার অবিমৃষ্যকারিতার
আর এক মাথার
যন্তণা শুরু হবে শিকড়শুদ্ধু
মুণ্ডহীন প্রতিবাদের
প্রাসঙ্গিক সেমিনার
No comments:
Post a Comment