সমস্ত ভ্রমণের পর
আসমানি আলো মাখা মেহফিলে অজস্র রং
থির চোখ মেঘে ঢেকে আছে...
অল্প কিছু কেঁপে ওঠো তুমি
মুখোশ মুছে গিয়ে জ্বলে ওঠে আমার শীর্ণতা
বিবর্ণ নিশান হাতে ক্ষয় ভাবি...মৃত্যু
ভাবি...
বুকের মধ্যে বাতাস আরও নিঃসঙ্গ...
এই নিমগ্নতার কাছে কিছু ফুল ভালো
সবকিছু ঝাপসা হয়ে গেলেও
রুদ্রপলাশ চেনা যায়...
সমস্ত ভ্রমণের পর কিছু গান
কেমন দীর্ঘশ্বাস হয়ে গেল!
তোমার প্রদেশ থেকে উড়ে এল ম্লানাভ পাখিরা
নিদ্রাজড়িত...ভোরের আকাশের মত
...শান্ত...সাদা...
No comments:
Post a Comment