Monday, September 23, 2019

অরণ্যা সরকার





সম্পর্ক

সম্পর্কগুলো কিছুতেই দাঁড়াচ্ছে না
ধেবড়ে যাচ্ছে
তুমি দেখছ জাগরণ
আমি দেখছি শেষের সে দিন

আমাদের কিছু শুরুও ছিল
আঁটোসাটো দৃশ্য ছিল
কত মৃত্যুর আনন্দ লিখে রাখতাম
কত জন্মের কথা বলে যেতাম অনর্গল

তারপর
যা জল, গড়িয়ে দিলাম-
যা প্রেম, আকাশ দিলাম-
সম্পর্কগুলো হাত ধরলো
আমি বললাম, ‘আয় তবে সহচরী
তুমি বললে, ‘ভয়ঙ্কর

কোলাজ আর ছেঁড়া আঠার মধ্যে ঝুলে আছি
দেখা ও বলাগুলো বদলে যাবার অপেক্ষায়...

পাড়াদের  মাটিকথা

মেঘলা মাঠ হাঁটছে পাড়াটির দিকে
পাড়াবেড়িয়ে পাড়াটি তখন সন্ধেপ্রদীপে
গচ্ছিত রাখছে জরুরি সংগ্রহ
ঋতু হারানোর কবিতা লেখা হচ্ছে
রবীন্দ্রনাথ ও ঠাকুর বিষয়কও
ট্রাক্টরের দাঁতে, শ্যালো পাম্পের জলে
কিছু গল্প বড় হচ্ছে রোজ
বৃষ্টির শ্বাসকষ্টে ইনহেলার আনবে বলে ফেরে নি বাতাস
মাঠের দাগ নিয়ে বসে আছে একভাগ স্থল
পাড়াটি এখন ফুটপাতের মেঘলা হকার 


No comments:

Post a Comment