Saturday, September 21, 2019

জয়দীপ সেন



















মৃত্যুকথা

রেলিং নেই ব্রিজে
যদি পড়ে যাই? 
টানাপোড়েন সহ্য করতে না পেরে
যদি ভারী মাথা উত্তপ্ত মগজ
ফুলের টবের মত অসাবধানে পড়ে ফেটে যায়?

সকালে চিৎকার করে উঠবে জনতা
বিকেলে চিৎকার করে উঠবে জনতা
সন্ধেবেলাতেও... 
তবে যদি বেশি রাতে
অখন্ড পাপ সমেত পড়ে মরি
দু তিনটে কুকুর শুঁকে বুঝবে
গর্ব করে বলার মত আলোকপ্রাপ্ত ছিল না লোকটা।


No comments:

Post a Comment