দেহ ভেসে যায়
একটু দুরেই বসে আছি
রাস্তা ও দেয়াল যায় বেড়ে।
কোথাও আগুন নেই,
শুধু ছাই ছাই ইতিহাস ওড়ে।
মুন্ডুহীন ধড়গুলো চিৎকার করে আহ্লাদে--
রঙ্গিলা রঙ্গিলা!
কীসের আহ্লাদ এত,
মাথা বিকোবার গাঢ় স্বাদে?
হু হু করে বাস যায় ছুটে
কর্তিত মাথার মতো ঝুলে থাকে চাঁদ খরশান
পূর্ণিমায় সাপের চোয়ালে বিষ ফুটে ওঠে।
অবসন্ন বস্তি ঘুমোয়,
জেগে থাকে বহুতল,
জেলখানা, শপিং মলের চোখকান।
তবুও আহ্লাদ এত?
দেহগুলো ভেসে গেছে জলে
ভোর নেই ভোর, নেই
এদেশে ভোরের কথা বলে?
ক্যানিং লোকাল
জীবনের গোড়ায় আগুন দিয়েছ?
জ্বলুক এবার। তারপর রাত এলে হিসেব কষে ঘুমিও তুমিও। ঘুমের মধ্যেই
হুটকোর মতো হাওয়া ঢুকবে ঘরে, গুলোগুলি করে উড়িয়ে দেবে
সাজানো পাতাগুলো। এইসব লালনীল চক্রান্ত তো জানোই। আবার বাইরে এসো। কাঠের খোঁজে
যাও। ভোরবেলার কাব্য তোমার চারটের ক্যানিং লোকাল।
No comments:
Post a Comment