ডুব
চিন্তামণি
আমাতে ডুব দিয়েছে।
জলে
টইটই গোধূলিকাল। স্থাণুলতারাও বিভ্রমে কেঁপে ওঠে। তারাই ভূষণ চিন্তার সেই নির্জন আলোয়। একটি বালক সারাদিন পরিক্রমায় পাড়ের আমজামকাঁঠালছায়ায়। রূপ মার্জনা করে চিন্তা। তবু কি শ্যামরঙা কুহক তাকে ছেড়ে যেতে চায়
রাণুমাসি
প্রহর
ছিঁড়ে হু হু করে জল। শ্রাবণদ্বীপের বন্ধ দেরাজগুলো আজও অগোছালো। গুমখুনে ভরা এই মাঝরাত। হাতি বশ করত একটা মানুষ আমি মনে মনে তাকে সদর দুয়ারে টেনে আনি। স্বপ্নের অবিকল রং পাতাপত্রে লেগে আছে এই বাবুইকলস পৃথিবীর। রাণুমাসি গান শোনাবে একদিন - সেই
দিন কাছাকাছি আসে রাণুমাসি গান শোনাবে একদিন - সেই দিন কাছাকাছি আসে
No comments:
Post a Comment