Monday, September 23, 2019

দীপকরঞ্জন ভট্টাচার্য





ডুব

চিন্তামণি আমাতে ডুব দিয়েছে  জলে টইটই গোধূলিকাল স্থাণুলতারাও বিভ্রমে কেঁপে ওঠে তারাই ভূষণ চিন্তার সেই নির্জন আলোয় একটি বালক সারাদিন পরিক্রমায় পাড়ের আমজামকাঁঠালছায়ায় রূপ মার্জনা করে চিন্তা তবু কি শ্যামরঙা কুহক তাকে ছেড়ে যেতে চায়

রাণুমাসি  


প্রহর ছিঁড়ে হু হু করে জল  শ্রাবণদ্বীপের বন্ধ দেরাজগুলো আজও  অগোছালো  গুমখুনে ভরা এই মাঝরাত হাতি বশ করত একটা মানুষ আমি মনে মনে তাকে সদর দুয়ারে টেনে আনি স্বপ্নের অবিকল রং পাতাপত্রে  লেগে আছে এই বাবুইকলস পৃথিবীর রাণুমাসি গান শোনাবে একদিন  - সেই দিন কাছাকাছি আসে রাণুমাসি গান শোনাবে একদিন  - সেই দিন কাছাকাছি আসে


No comments:

Post a Comment