Sunday, September 22, 2019

দেবাশিস দাশ





আঘাত, তোমাকে

আঘাত, তোমাকে আরও শক্তিশালী হয়ে উঠতে হবে।
বুকের ভেতর থেকে কোদাল চালিয়ে
খুঁড়ে তুলতে হবে ভালোবাসা, 
শেকড় সমেত।

তারপর সমতল করে ফের গড়ে তোলা হবে শস্যখেত।

২.
এখানে সবুজ শুধু, লাল নেই সনির্বন্ধ ক্ষেতে।
অবাক শরৎ আছে শ্রাবণীর স্রোতে কান পেতে।

উচ্চাশার ঘরবাড়ি বহুদূর দিগন্ত-বিস্তারী।
আঘাত, তোমার মন এখনও কি আনন্দ-ভিখারী?

No comments:

Post a Comment