Saturday, September 21, 2019

সুমন কুন্ডু






দুটি কবিতা 

 ' শিকড় '
বিড়বিড় করি, কোন এক আয়নার সাথে । একেকটি দিন কেটে যায় । বলি, থেকে যাও । দৃশ্য জমা হয়, এদিকে শ্রাবণ আসন্ন । চলাচলের পথে টকে যাওয়া কাদা । ধুয়ে যাবে জমা মাটি, যেভাবে আলগা হয়ে আসে ঘাস । ভেসে যাবে । অথচ তুমি কী শান্ত ! এই স্থিরতার ভেতর ডুব দেবো ভাবি । ভাবি, তোমার কী করে দুঃসহ কোন যন্ত্রণা নেই ! নিথর এত !
প্রবাহ জানে না, জলের অতলে কোনদিকে মৃত্যু ও জন্ম খেলা করে ।  



        ' শিকড় - ৪ ' 


রাত এখন, এভাবে লাইট জ্বালিয়ে রেখোনা | চোখ ধু ধু করে | নেভাও | এত আলো অন্ধত্ব আনে | অন্ধকার আনো, ডাকো ! অন্ধকার লিখেছ কখনো? কী ভীষণ বিস্তার, মায়াময় ! অনিচ্ছুক প্রশ্ন খুলে আসে, দেওয়াল থেকে ঝুরঝুর করে ঝরে পরে বালি । তারপর ভাঙা, চিকন খোদাই । কোথায় পালাবে ? এই যে ঘরের পেছন ফেরা দীর্ঘশ্বাস , তৃষ্ণার্ত ফুসফুস, যাবতীয় জমিয়ে রাখা জবানবন্দি আঁচর কাটে । তুলোর চেয়ে হালকা অথচ কালো ।
আর একটা গূঢ় সম্পর্ক, ভাবনা বরাবর, চলাচলের সংখ্যাতীত বন্ধ জানলা ধাক্কায় । ঘরে ঢুকে পড়ে ।
  

No comments:

Post a Comment