দেবু বয়াতির পাঠশালা
নৃত্য ও গীতের এই পৃথিবী
বাদ্য ও বাজনার এই পৃথিবী
আমাকে জড়িয়ে ধরে কিচ্ছাগানের
ঢোল
অগ্রন্থিত দুঃখের পাশে আর
আমাদের
দেবু বয়াতি
সোমেশ্বরী নদীর জলে দেবু
তুই তো পাখি
খুঁজতে গেছিস
সম্পর্কের ছায়ায় ছায়ায় কেটে
যায় আমাদের
জীবন
দুঃখকষ্টের ভেতর গান গাইতে
থাকেন
এলিজা পুতুল
জীবন,সে তো হাসন রাজার নাও
শাহ আবদুল করিমের মাটির
পিঞ্জিরা
জালালী কৈতর জড়িয়ে শুয়ে
থাকা শহর
হবিগঞ্জ
দেবু বয়াতি মানেই নেত্রকোনার
হাওর
ময়মনসিং গীতিকা থেকে ছুটতে
থাকা
কাজলরেখার দিকে
দেবুকে শিখিয়ে দেব মাহুতবন্ধুর
গান
পহেলি কে শিখিয়ে দেব বৈরাতি
নাচ
বারবার ভেঙে পড়া একজন মানুষ
আমি
আমাকে একটু মায়া দিন মঈন
ভাই
আমাকে আকাশের আবহমান সব
পাখি এনে
দিন
আমি ঘুমের ভেতর চাদরের বদলে
খুব ম্যাজিক
টেনে আনি
পৃথিবীর প্রতিটি পাঠশালাতেই একজন দেবু বয়াতি
থাকে
আর সারি গান গাইতে গাইতে আমাদের জীবন
ভরে ওঠে অদ্ভুত কুয়াশায়।
No comments:
Post a Comment