Saturday, September 21, 2019

অভিনন্দন মুখোপাধ্যায়




মাপ

জুতোটি পালিয়ে গেছে। পালিয়ে যাওয়ার অভিপ্রায়ে
ফেলে রেখে গেছে ধাঁধা, আমাদের বোধের অতীত।
আবহ জটিল শুধু অলিখিত ফলকের গায়ে
বরফ জমেছে, যেন অসময়ে এসে পড়া শীত

চোখের ভেতরে চোখ, তা-ও সেই উধাও কাহিনী
ভীষণ ভাবাচ্ছে আর প্রশ্ন তুলে দিয়ে যাচ্ছে এই-
নিজের পায়ের কাছে যে পথিক আজীবন ঋণী
তার পথশ্রম দিয়ে জুতোটি নিষেধ ভাঙবেই?

ভ্রমণ এমন ছিল ফুরিয়ে গেলেও তার রেশ
থেকে গেছে বহুদিন। আবার জড়াতে চেয়ে ফিতে
ম্যাপের কিনার ধরে হেঁটে গেছি শুরু থেকে শেষ
কতটা পাথর ছিল জুতোর ভেতর, বুঝে নিতে

সে হিসেব অন্ধকার। গ্রহতে ফেরাবো তাকে,সরো
প্রতিটি পায়ের মাপ স্মৃতিহীনতার চেয়ে বড়

 

1 comment:

  1. ভালো লাগল লেখাটা #শিবসাগর

    ReplyDelete