চাঁদ ও কালো রক্ত
চাঁদ যতটা পেরেছে,
আঁজলা করে তুলে নিয়েছে,
তবু তা যথেষ্ট নয়,
কারণ আমি যে এখন
দাঁত মাজছি, তা তো সেখানেই দাঁড়িয়ে,
সেই কালো রক্ত
আমার চারদিকে থইথই করছে,
আমায় ঘিরে আয় তবে
সহচরী নাচছে,
আর আমি দাঁত মেজে
চলেছি,
যাতে কাল সকালে
উঠে আবার হিহি করে হাসতে পারি,
দুধ জ্বাল দিতে
পারি,
পুরোনো কাগজগুলো
বেচে দিয়ে নতুন কাগজ সাজিয়ে দিতে পারি চায়ের প্লেটে,
দু -একটা জরুরি
সাপ্লিমেন্ট সরিয়ে রাখার ছিল,
আমি যথারীতি ভুলে
গেছি
কিংবা সরিয়ে
রাখলেও কোথায় রেখেছি মনে পড়ছে না,
মনে পড়ছে না অথচ
হেসে যাচ্ছি হিহিহি!
হাসতে হাসতে আমার
হেঁচকি উঠছে,
চোখ ফুটো হয়ে
যাচ্ছে
এমনকি চুল খুলে
ছত্রাকার হয়ে •••
কোথায় পড়ছে? না সেই কালো রক্তের ওপর!
চাঁদ যতটা পেরেছে,
তুলে নিয়েছে আঁজলা করে করে,
কিন্তু এখন দেখা
যাচ্ছে তা যথেষ্ট ছিল না ।
No comments:
Post a Comment