Sunday, September 22, 2019

দীপায়ন পাঠক




সরীসৃপ 


 জন্মসুত্রেই মানুষ বহুগামী 

সমাজের মরিচা মানুষ প্রথম 
যেদিন গায়ে মেখেছিলো 

দূরে কোথাও সময় পুঁতেছিলো 
বিপথের অন্তরলীন ঘাসবীজ  

যৌনতার মোড়ক স্বপ্নে সাজিয়ে
অসীম শূন্যতায় ভাসা 
কোনও ঠিকানা ছাড়া

রাতে নিয়ন আলো 
সিগারেটের ধোঁয়া 
মদের গ্লাস 

খবরের কাগজ আজ ভীষণ  ক্লান্ত

No comments:

Post a Comment