পরিচয়পত্র
হাতঘড়ির ভিতর যা দৌড়ে যাচ্ছে
তাকেই সময় ভেবে হাওয়ায় ছুঁড়ে দিচ্ছি
মুঠো মুঠো বালি। বাচাল ঠোঁটের থেমে থাকায় জ্যামিতি সহ্য করার জন্য কয়েকটা দিন বর্ষাবিরতি, আর চোখের আড়ালে
বাতাসে হিম ঘন হতে হতে কুয়াশামানুষ এই আমিও। নৌকো আর গোধুলীর যত রকম রেখাচিত্র
জলের ভাঁজে ভাঁজে তোমার মুখ গড়ে তোলে--- জাতকের গল্পের ভিতর আমিও তার মুখোমুখি
একটা সন্ধ্যা চেয়ে নেব। নেব প্রার্থণার আঙ্গিকে গল্প বলার কলাকৌশল। অদর্শণ
প্রস্তুত করছি। সামান্য জলবিন্দুর আড়ালে সূর্য বেঁধে রেখে দুপুরকে বলছি--- দেখি,
যাও---
কতদূর যাবে!
নিজেকে অস্পষ্ট দেখেও তুমি ঠিক বুঝে নেবে
ফালাফালা হয়ে থাকা অন্ধকারে নামগোত্রঠিকানাহীন ভূখন্ডের অবয়ব!
No comments:
Post a Comment