কহ্লার
সরোবরের
বারিচরণে নতমস্তক বিকেল
প্রগাঢ় ছুঁইয়ে
দিয়েছে তার প্রণামকালীন আঙুল,
আঙুল থেকে
গড়িয়ে ফোঁটা ফোঁটা কনকতরল
শানবাঁধানো
পাড় ছুঁয়ে, দুলে, ভেসে
যাচ্ছে শালুকবনে...
বড় নির্ভার
তোমার হাত, যেন
সমস্ত ওজন
খসিয়ে হয়ে
গিয়েছে আজ আঙুলবিশিষ্ট কাগজ---
কাগজে অঙ্কুর-পূর্ববর্তী ভেজা বীজের মতন
মুখ ঢেকে শুয়ে
আছে একটি জরুরি চিঠির খসড়া...
তোমার তালু
থেকে জমানো চোরকাঁটাগুলি আমি
কাত করে আমার
তালুতে নেওয়াকালীন মুহূর্তে
ছিনতাই করে
পালিয়ে যায় একটি লুটেরা হাওয়া
তোমার কিশোরবেলার
ছায়াঋদ্ধ চুপ-গলি ধরে...
আমি কি ছুটব পিছনে? দেখে নেব অতীত-উন্মনা?
প্রণাম করে
বিকেল সিঁড়িতে রেখেছে পদাঙ্গুলি
তোমার বাম কাঁধের
পূর্বে একটি প্রণয়িনী ফড়িং
স্বচ্ছ জলের
মুকুরে দেখছে অভিসার-প্রসাধনী
তোমার চোখের
জল-মাঠে আমি দেখছি ফুটে আছে
টসটসে ব্রণর
মতো গোলাপি আভামণ্ডিত কহ্লার কানন...
No comments:
Post a Comment