Tuesday, September 24, 2019

চৈতালী চট্টোপাধ্যায়





ব্ল্যাক কফি

মন রাখি মনের উপর।
এমন রিস্কি গেম, হুড়মুড় করে ভেঙে পড়ি।
আবার মন লাগাই।এসো,
সার্কাস-সার্কাস খেলি।
মনের উপর মন।
তাঁবুতে গুপ্তশত্রুতা।
নিষ্ক্রিয়তা।
যেরকম হয়।
অত উঁচু থেকে, মন,  ঘাড় গুঁজে পড়ে গেলে, স্রেফ মরে যাবে।
মন মরে গেলে তারপর,
জোকার ফুরিয়ে যায়।
শরীর পেনড্রাইভ হয়।


পুড়ে-যাওয়া জিভ,আর,
ফুটে-যাওয়া ভয়,
সার্কাস ফেলে,
এবার মুখোমুখি বসছে
তেতো, বিস্বাদ, একটা
ব্যর্থ বিকেলে


No comments:

Post a Comment