আশ্রম
হেরে যাওয়া আলো সর্বজিৎ
থাকোমণি চূড়ার শিকল
অন্ধকার গা দেখায় ভালো
কোথায় গড়িয়ে যায় কোথাকার জল
তৈরি করো দল
আশ্রমের নাম দিয়ে দল তৈরি করো
সে কবে রবীন্দ্রকাল থেকে
আশ্রমের ছদ্মবেশে দল গঠন হয়
হেরে যাওয়া আলো সর্বজিৎ
থাকোমণি চূড়ার শেকল
স্নান করলে গা ঢাকে না জল
সব দেখা যায় এহে সব দেখা যায়
দল দেখা যায় ছবিলীলা
সাবলীল এককাট্টা দল
আমাদের অনুমতি ছাড়া কেউ ঢুকতেই পারবে না
সব ধরা যায় এহে সব ধরা যায়
এল কত সন্ন্যাসীরা জটাজুটধারী
তপোবনে দু ঢোক বিশ্রাম
একবোতল বিশ্রামে কেউ কেউ
নিমগ্ন, টলায়মান পা
ঋষি নামে তপস্বী নামেও
বেঁচে থাকে দল
আশ্রম সম্বল
হেরে যাওয়া আলো সর্বজিৎ
থাকোমণি চূড়ার শেকল
দর্শক দাঁড়িয়ে দেখতে থাকে
কোথায় গড়িয়ে পড়ে কোথাকার জল...
আরও একটি অসামান্য।
ReplyDeleteজয়দা,অসাধারণ অসাধারণ !
ReplyDeleteদর্শন!
ReplyDelete