Tuesday, September 24, 2019

শুদ্ধেন্দু চক্রবর্তী










মৎসপ্রকল্প

জলে পরিমাণ মতো কেঁচো ছাড়ুন।তবে
ছাড়বার সময় জলে ওদের ভাসিয়ে দেখে নিন
ডুবে তলানিতে চলে গেল কিনা।এমনটা হলে
ওদের বাদ দিতে হবে

সপ্তাহে অন্তত একবার জল পালটান
চিন্তনের যাবতীয় স্পর্শ কিন্তু ওই জলেই লুকনো
জলের অনুপ্রাসে মৃদুমৃদু উসকানি লুকিয়ে থাক
মাছেরা ক্রিয়াশীল হোক

আবহ ঈষৎ উষ্ণ রাখবেন
আবহ ঈষৎ শিতল রাখবেন
ওদের বেড়ে ওঠা অবধি এই লালন 
আগামী দিনে আপনাকে বাড়তি মাংস এনে দেবে

No comments:

Post a Comment