তবু লিখি আলো
যে-সময় ফেলে আসি মুহূর্তের গর্ভে চিরতরে
তাকে শুধু মনে রেখে দিও।
হে মাধব, তুমি জানো, যাবতীয় লেখালিখি থেকে দূরে
একটা চুমু অপেক্ষায় থাকে
পালঙ্ক সাজিয়ে রাখে বেতসপত্রের মতো সুগন্ধী রমণী
জল পড়ে। পাতা নড়ে। জল...
বৃষ্টির আঙিনা জুড়ে গড়ে তুলি পুতুলের ঘর
সুরাপাত্রে অযথা চঞ্চল হয় স্পর্ধার পরিধি
কাকে যেন ছুঁয়ে ফেলি...নিজেরই অজান্তে তীব্র কলঙ্কের ভার
আমাকে অস্থির করে, ন্যুব্জ করে, অবিরাম রক্ত ঝরে ক্ষতে
আমি সেই চূড়ান্ত নেশার এক মিথ্যে কোলাহল
অচেনা পাঁকের স্রোতে ভেসে যাই বিস্মৃতির পিছল আঁধারে
তবু কিছু থেকে যায় সায়াহ্নের নদীটির তীরে
ব্যথা ভুলে লিখে ফেলি...আলো
No comments:
Post a Comment