Saturday, September 21, 2019

দীপ্তেন্দু জানা


  



 প্রত্যাবর্তন 




  ১.

একটা রোদ ঠিকরে পড়ার শব্দ পেলাম চাঁদ থেকে আবছা মত
একটা খিলখিল হাসি পেলাম 
আবছা মত 
একটা ভিনি ভিনি লেবুফুল পেলাম 
আবছা মত 
তাঁবু থেকে বেরিয়ে আসছ? 




   ২.

কোথায় ছিলে?
দেখা হয়নি কতদিন 

গ্যালাক্সি থেকে গ্যালাক্সি 
হন্যে হয়ে ঘুরেছি 

মোমবাতি কিভাবে কাঁদে 
ইনসমনিয়া সাক্ষী 


    ৩.

নরম হওয়ায় 
নারকেল পাতার চিরুনী
চুল আঁচড়ায় 
কার কে জানে? 

শুধু জানি দিনের পর দিন লাশের 
অভিনয় করা খুব কষ্টের 



    ৪.

তোমাকে কি চিনিনা? 
আমি তো অর্ধেক, আমারই ঐ 
বাকি আধখানা তুমি 


শীতে কিংবা বসন্তে 
মন ঠিক শিখে নেয় দশমিকের যোগ 
জগৎ নির্মাণ 




    ৫.

তুমি কী শুধুই শিল্প? 
উঁহু
তুমি রক্তমাংসের প্রতিমা?
হুম


বিলি কেটে দাও মাথায় 
বেঁচে ওঠা তো চমৎকার ম্যাজিক 



    ৬.


চোখ তেঁতো হয়ে গিয়েছিল 

ঢেউ এর পরে ঢেউয়ের পরে ঢেউ
ধাক্কা নিতে এলে বুঝি? 

বোল্ডারে ধাক্কা লেগে 
সমুদ্রের সংগা ছিটকে আসে

হ্যাংলা চোখ 



    ৭.

হাতুড়ির ঘায়ে ভেঙে পড়ে 
যেকোনো প্রতিশ্রুতি 

তবু কথা দাও 
একটা জল 

তবু কথা দাও 
একটা নৌকা 

একাকীত্ব আকসর ভেঙে দেয় 
প্রেমিকার ছায়া 



  ৮. 

নীচু স্বরে গান গাও জল 
ভেসে যাই আমি 
ডুবে যাই আমি 


কোথাও পৌঁছানোর চেয়ে 
বরং জলের হাত ধরে থাকাই ভালো 


৯. 

যাকে জগৎ সৃষ্টির 
আগে থেকেই চিনি 
যাকে জগৎ ধ্বংসের 
পরেও ভুলব না 

তৃষা, তুমি তো সেই


No comments:

Post a Comment