একটি কবিতা
একটি দুর্ঘটনায় যারা মারা গেল তারা কেউ
পরস্পরকে কখনও চিনত না। কোনদিন
তাঁদের একটি বাক্যালাপও হয়নি পৃথিবীতে।
তাঁরা এ ওকে চিনলো
যখন আশ্চর্য অন্ধকারে
পিছনের পথ ঢাকা।
আকাশের থেকে গড়ানো চারটি নক্ষত্রের চাকা
একটি রথের নীচে বাঁধা।
পৃথিবীর প্রবীর ও পৃথিবীর অনুরাধা
এ ওর রক্ত মুছে দিল।
রথ যেখানে পৌঁছোল,
সেখানে ওদের জন্য আগে থেকে ঘরখানি বাঁধা।
No comments:
Post a Comment