মুখ
একেকটি
মুখ পাখি যেন।
কেউ
কেউ টিয়া,ঘুঘ,বাজ।
বেড়ালের
মতো আর ঘোড়ামুখ কত দেখি;মনে হয় মুখ আর মন সাযুজ্যেই আছে।
নাও
হতে পারে,কিছু পেঁচা মনে দিন,
কোনো মানুষের
হিংস্রতা বুনো কুকুরের মতো।
সাদা-মাটা
বোকা পোকা এমনও কত আছে ভীড়ের মিশে।
শহরের
কাদা ছিটকে আসে প্রান্তরের গাঁয়ে;
অভাবিত
সব বঞ্চনার ঝুলি নিয়ে ওরা আসে।
সাদা
আর নীল দুই রঙা আকাশের কোণে কালো,
এমন
ত হয়ে থাকে যত বয়সের দাগ পড়ে।
সেসব
কাঁটাঝোপ সাবালক হলে
পৃথিবীর
তত্ত্বকথা নিয়ে তর্ক বিতর্ক করে।
ক্রমে
রাত এলে টিয়ামুখ,পেঁচা আর বাদুরের,
একাকার
হয়ে যায় অরণ্যে নেকড়ে আর কুকুরের সাথে;
লালা
ঝরে লোভে,সকলের একই রং।
পর্ণমোচী
পাতা হয়ে লজ্জা মাটিতে মেশে,
সব
মুখ এক হয়ে গেছে দিনশেষে।।
অশ্লেষা
নক্ষত্র
আজকাল
খুব ঘুম পায়
পায়ে
পায়ে রোগা হয় দিন
দিন
দিন চারিদিক অন্ধকার
অন্ধকার
শরীরে সন্ন্যাস বাস
বাসভূমি
ছেড়ে উদ্বাস্তু শিবিরে মন
মনে
মনে রোজ তর্পণ করি অসময়ের
অসময়ে
যারা হয়ে গেছে পর
পরপর
খুন হয়ে যাওয়া বন্ধন
সব
তিল
আর তর্পণ মৃত সম্পর্কের তবু
তবু
ওরা ভূত হয়ে তাড়া করে দিন রাত
রাত
হলে শান্তি পাই স্বপ্ন আসে
স্বপ্ন
অন্য গ্রহে নিয়ে যায় আমাকে
আমি
ক্লান্ত হয়ে যাই।
তখন
ঘুমিয়ে পড়ি।
No comments:
Post a Comment