Saturday, September 21, 2019

শিবসাগর দেবনাথ





কঠিন   

ছেড়ে যাওয়া এতটা কঠিন!
কঠিন, মানতের নামে ভেসে যাওয়া অঙ্গুলি,
কঠিন, শিষ্ট ঘুঘুর মিথুন শরীর, বা ধরো সেই
কিশোরের কাছে কাশবন, যার মাঝে নদী বয়ে যায়...

এইযে, তুমি চলে গেছ দূর দেশে,
                        আমার চেয়ে কঠিন কিছু হয় ?


প্রত্নতাত্ত্বিক

দু'বিন্দু ঘুমের মাঝে বসে থাকে অবাধ শরীর, 
কবে কোন আর.ডি.ব্যানার্জি উঠে আসবে প্রেত-গয়া থেকে,
খুঁড়ে দেবে আমাদের যাবতীয় কঙ্কাল,
মাটির পেটে গেঁথে থাকা দাঁত, স্থবির ঘড়ির কাঁটা, 
অবহেলার লাপিসলাজুলি...
সেইসব যেন উড়োচুল, দিকে দিকে ছড়াবে হাওয়ায়

এত খোঁজ, তবু চিলতে আড়াল 
একটা দু'টো মেঘ...রোদ পড়ে আসে 
নির্জন কোদালের ছায়া জুড়ে থাকে কবেকার কালিন্দি নদী, 
একদিন যার ধাঁরে বসে থেকে, চলে গেছো মেহগিনি বনে 



আমি ও বনসাই
১.
কাঠুরিয়া বেশে আছি,
চারিপাশে শিশুর মত ক্ষেত, তার 'পরে ট্র্যাক্টর, যেন হামাগুড়ি
রোদ্দুর, কতটা কাছে! আমি, ওই দিকচক্রবাল ?

২.
নিজের কাছে ফিরে যেতে দেখি, 
পথ ধুয়ে গেছে। এলোমেলো নীলচে খয়ের বন। বান এসেছিলো?
ধূধূ করে এতো বাড়ি 
বারান্দার ঘেরে টব, কেমন দোপাটি ফুল,

'টা বনসাই রঙের মানুষ...

No comments:

Post a Comment