Monday, September 23, 2019

নীলাঞ্জন হাজরা





তুমি কখনও….


তুমি কখনও
পাপড়ি থেকে পাপড়িতে

ফুল

ফুটে ওঠা দেখেছো?
আমাকে ডেকো না
আমার সর্বস্ব দিয়ে
আমি এখন দেখছি
আমার বুকে জমে থাকা ভীষণ

কান্নাগুলো

কেমন করে জমাট বেঁধে
হয়ে উঠছে পাথুরে পর্বতমালা
এই পাথর কেটে
আমি তৈরি করব
ধারাল আদিম ফলা
সেই ফলা আমি এবার
সর্বস্ব দিয়ে সজোরে বসিয়ে দেব
কাশ্মীরী ধর্ষিতার

বুকে

ফিনকি দিয়ে উঠে আসবে
আর্তনাদ
যে আর্তনাদ পাথুরে পর্বতমালা কেটে
নেমে আসবে তীব্র ধারায়
গণ্ডুষ ভরে পাণ করব আমি
এবং উচ্চারণ করব

‘জয় হিন্দ’

তুমি কখনও
পাপড়ি থেকে পাপড়িতে

ফুল

ফুটে ওঠা দেখেছো?
আমাকে ডেকো না…




No comments:

Post a Comment