প্রবাসে ১
এখানে বর্ষা তেমন ঘন নয়
কুয়াশায় পাতলা হতে থাকে ঘনত্ব
রাস্তার আলো জ্বলে অজস্র প্রতিফলনে
কোথাও কিছু সত্যি নয় আসলে
ভাঙা নৌকো ভাঙাচোরা বন্দর
পৃথিবীর কোণে কোণে চেহারা বদলায় শুধু
কত সহস্র মাইল পেরিয়ে যে বৃষ্টি
তেমনই মিথ্যে
যেমন ছিল খোয়াইয়ের বুকের আশ্লেষ
তেমনই মিথ্যে
যেমন আছে ওয়েভারলি ব্রিজের হাহাকার
ভালবাসা ঘনত্ব হারায়
কেবলই...
প্রবাসে ২
শান্তি মিছিল নয়
হাঁটতে হাঁটতে মনে হয় পৃথিবীর চালচিত্র
আঁকছি
ধানের ছড়া আর বিবিধ কারেন্সি
কারও কোনও নিরাপত্তা নেই
হে দেবী, জগন্মাতা, দেশমাতৃকা ত্বমেব
অঞ্জলি পেতে ভিক্ষা চাইছি
আমাদের যুদ্ধক্ষান্ত স্বেদ সংলগ্ন বিশ্রাম
মুহূর্ত
যেন কোনও বিষ সঙ্গমে শেষ না হয়
বাকি থাকুক আরও খানিকটা নীরবতা...
সেতুর পর সেতু তছনছ করে দিক
সমস্ত ভূগোল ইতিহাস পরম্পরা
শুধু সুনিশ্চিত হোক একটি শিশুর নিরাপত্তা
No comments:
Post a Comment