Monday, September 23, 2019

রিয়া চক্রবর্তী





দুর্গা

তোমার দুর্গা কাশের মাঠে, শিশির মাখছে গায়
আমার দুর্গা পথের ধারে খাবার খুঁটে খায়।

তোমার দুর্গা অকালবোধন, হিমালয়ের মেয়ে
আমার দুর্গা শুয়ে আছে কিচ্ছুটি না খেয়ে।

তোমার দুর্গা শপিং মলে, পিৎজা হাটে ঘোরে
আমার দুর্গা ভিক্ষা করে চৌ রাস্তার মোড়ে।

তোমার দুর্গা ডিস্কো থে‌ক, ফ্যাশন প্যারেড করে
আমার দুর্গা স্বামীর হাতে লাঞ্ছনাতেই মরে।

তোমার দুর্গা হাসি খিলখিল ভালোবাসায় ঘেরা
 নখের আঁচড়ে আমার দুর্গার কাপড় খানাই ছেঁড়া।

তোমার দুর্গা দশভূজা সিংহবাহিনী রূপ
অত্যাচারে দুর্গা আমার  নির্বাক, নিশ্চুপ!

স্বপ্ন দেখি তোমার দুর্গা আমার দুর্গা হবে!

 আকাশ জুড়ে মাতবে শরৎ আগমনী উৎসবে। 

স্মৃতিনগর 

অনেকগুলো ছবি ফ্ল্যাশব্যাকে , অনেক গুলো বছর তুলে রাখা মনের কুলুঙ্গিতে। কেউ নিতে পারেনি। কেউ নিতে পারবে না। বৃষ্টি শেষে একরাশ ভিজে হাওয়া পাতা উলটে দিয়ে যায় অ্যালবামের কিছু ছবি। নীল আকাশে, শরতের মেঘ হতে চাওয়া এক কুচি মন। 

ফোঁটা ফোঁটা জল জমে, নদী হয়। কেউ কেউ মনে থেকে যায়, কেউ আবার মনের কোথাও স্থান পায় না। এক টানে ছেঁড়া কাগজ জমা জলে পানসি হয়। কিছু মন জমা হয় রোজ, কিছু মন মুছে দিতে হয়। থেকে যায় কিছু নদী।থাকে ছেলেবেলার এক্কা দোক্কা খেলা।  চুপচাপ দুপুর। 

এক চিলতে ইচ্ছে রেখেছি, স্মৃতিনগর আঁকবো। রঙ, তুলি সব ছড়ানো ছিঁটানো। গাছেদের লুকোচুরি ক্যানভাসে,  নদীর ঝলমলে তেল রঙে। আয়নায় ধার ঘেঁষে নানা রঙা ছোট বড় টিপ। কার টিপ?  লালচে,কালচে, মেরুন, নীল!  মন বোঝে ঠিক কোনজন?আনমন সারাক্ষণ!


2 comments: