Sunday, September 22, 2019

বিপুল চক্রবর্তী





পাঠ : ভারতবর্ষ

১.
কারফিউ উঠেছে, তবু রাস্তাঘাট ফাঁকা 
আগুন কোথায় কোন্ তুষারেতে ঢাকা

টেলিফোন চালু, তবু শব্দ নেই কোনও 
এই ভাষা নৈঃশব্দের, মনে মনে শোনো

ইস্কুল খুলেছে, কিন্তু কেউ আসছে না
চারপাশে টহল দিচ্ছে লক্ষ লক্ষ সেনা

তারাই পড়াচ্ছে আর পাঠ নিচ্ছে তারা
পাহারাওলার, বলো, কে দেয় পাহারা

ভগ্ন দ্বার - শূন্য ঘর - লোকজন উধাও 
হে ভারতী! অবশেষে এই শিক্ষা দাও!

২.
চুল তার কবেকার হিজাবে হারানো 
মুখ তার, পেলেট গানের কারুকাজ 
এতকাল কেমন সে ছিল, তুমি জানো! 
কেমন সে এই দেশে এই ক্ষণে আজ! 

চারিদিকে ভারী বুট, ব্যস্ত লেনদেন --  
মিথ্যে তুমি পাঠ করো 'বনলতা সেন'!


No comments:

Post a Comment