শব্দজল
শব্দজল, শ্বাস ছাড়, দ্রুত, আরো জোরে
একঝলক একঝলক করে
মহা দ্যুতি উঠে আসুক ও মুখ দিয়ে
চোখ মুখ অন্ধকার জল, জল -বায়ু- বায়ু-জল
হাত পা শোণিত উতপ্ত আবহাওয়া কিছুটা
শীতল।
আগুন দাউদাউ দাও হাতে দাও মুখে দাও, বুকে
আমার সমস্ত দিন, রাত্রি হোক
নিঃশব্দে নিঃশ্বাস ছুঁয়ে যাক
হাওয়ায় চিবুকে।
বন্ধচোখই প্রকৃত সম্মতির
প্রান্তরেখা
অপেক্ষা প্রশ্রয় মেখে এসো নাও
গ্রহণ পরম
শব্দজল, অমসৃণ জিভ ছোঁয়াও "সপন্ত ঋতম অমৃতম"।
No comments:
Post a Comment