ঐশ্বর্য
স্মৃতি এক
ঐশ্বর্য, অভিজ্ঞতা মসজিদের অনশ্বর গাঁথনির মতন
সম্পর্ক যেন এক
মাধুকরী, এই তান কলরোলে আদায় করেন
উস্তাদ, পন্ডিত,
আর বিদূষীরা, মৈত্রেয়ীর রবীন্দ্রসঙ্গের সম্ভাবনা
মংপু হতে, মির্চা
এলিয়াদ হতে, আমাদের যৌথযাপনের ইতিহাসে
কল্পনার সাহচর্যে
প্রস্তুত বিদ্যুন্মালা হতে
তোমারও তো
ঐশ্বর্য ছিল সব, বলো তবে এ কোন মুদ্রার মায়াজালে
জড়ালে বিধির
কর্ষ, ম্রিয়মাণ সৃষ্টিশীল অভিমানী আত্মহননেষু
আমাকে দেবার মত
কিছু যদি নেই তবে
ডাকনামে ডাকলে
কেন আজ...
কতদিন পর সৌম্যর কবিতা... ঠিক সেইরকম...
ReplyDeleteShoumyo Dasgupta'r kobita pora ek darun obhiggota. Khub shundor kobita
ReplyDeleteআহাহা, 'ডাকনামে ডাকলে কেন আজ...', অনেকদিন পর সৌম্য-র কবিতা। খুউব ভালো লাগল, সৌম্য, কবিতাটি।
ReplyDelete"স্মৃতি এক ঐশ্বর্য, অভিজ্ঞতা মসজিদের অনশ্বর গাঁথনির মতন
ReplyDeleteসম্পর্ক যেন এক মাধুকরী, এই তান কলরোলে আদায় করেন
উস্তাদ, পন্ডিত, আর বিদূষীরা,..." বাহ! বেশ ভালো লাগল কবিতাটা।