মাংসল
তোমাকে দেখার আগে মনে হতো দূরে আছো, পরিসরে
আছো।
এখন কিছুটা গিয়ে টের পাচ্ছি তোমার বাহুর
নিচে ঘন কলরব ,ঊর্ধ্ববাহু রোম।
মাঝে মাঝে মনে হয় সবাই তো সুখে আছে, গৃহবন্দী
আছে।
চারপাশে চেনা জল, চেনা অংক, চেনা ত্রাণ, চেনা বিজ্ঞাপন।
এটা কি সংগত ঘেরাটোপ পার হয়ে আরো গভীরে যাবার?
গেলেই আক্রান্ত হব, তাক করে ছুড়ে মারবে সফল বন্ধুরা,
তুমিও বিভ্রান্ত হবে, ভাববে, যে এসেছিল কৃতাঞ্জলিপুটে,
এখন সে কেন এত অধৈর্য? শুধুই
মাংসের আহ্লাদ নিয়ে তৃপ্ত হতে চায়?
এইসব ইচ্ছে নিয়ে, অবসাদ নিয়ে বেঁচে থাকি।
মাঝেমাঝে সবভুলে ঝাঁপ দিই, একবার দুবার
সর্পিল লাবণ্য নিয়ে উঠে আসে জলের রমণী,
তাকে পান করে
সাময়িকভাবে শান্ত হই
No comments:
Post a Comment