কথাসম্ভব
১)
ভঙ্গিমার
মতো অপরূপ
বেঁকে আছে চাঁদ
চাঁদ
দেখতে তবু ভালো লাগে না আর,
কেন-না
আরও জরুরি রাত অপেক্ষায়
এই
যে অসীম সৌন্দর্য
এই
যে প্রকাশ অনন্য
এই
সব লিখতে লিখতে
কেটে যাবে এক জীবন,
জীবন
আর ভালো লাগে না তবু
অনেক
জরুরি মৃত্যু আছে অপেক্ষায়
জরুরি
এই রাতে তাই মরে যেতে চাই
কারণ,
এ-যাবৎ জেনেছি আমি
যে-কোনো
পুনর্জন্মের নামই সূর্যোদয়।
২)
কেবলই
পুরনো কথা বলে চলা
পুরনো
চাল বেড়ে ওঠা ভাতে-
এসব
আর সহ্য কোরো না তুমি
নির্বাসন
– দণ্ড নয়,
প্রকৃত
পায়স
হাতে
তুলে দিও দ্বিধাহীন
বোধিলাভের
গল্প ছড়াক রাস্তায়
পুরনো
কিছুটা বলেই তো জেনেছ,
এই
যে এখন নতুন কথাসম্ভব
থেমে
যাওয়াই সেখানে তোমার বিনিয়োগ।
ভালো লাগল #শিবসাগর
ReplyDelete