স্বপ্নের
ভিতর সাদা খই
বিরুদ্ধ
হাওয়ায় উড়ছি ডানা শক্ত ক'রে
ভাসমান----
বুকের থলেতে
ভ'রে নিয়েছি গোপন অনুতাপ
তুমি পড়ে আছ
আজ কতদিন,সখের বিছানা!
দু'চোখে করুণ আঁচ মেখে
চলেছ সন্ধ্যার দিকে...
শুকনো
অনুশোচনায় রাত্রি করো পার।
বিরুদ্ধ
আবেগে উড়ছি ডানা শক্ত ক'রে
অবিরাম---
স্বপ্নের
ভিতরে সাদা খই উড়ে আসে!
সম্পর্ক
শিথিল হচ্ছে, হলুদ পাতার মতো ভয়ে
খসে পড়ছে
আমাদের
দায়িত্ব
বোধের রুগ্ন বাঁধ...
তুমি শুয়ে
আছো আজ কতদিন ---জীর্ণ -মরা
পৃথিবীর মতো
অনুভবে !
আগুন
আগুন ছিল
তোমার চোখে-মুখে
লুকিয়ে তাকে
রেখেছিলে ঘুমে
পরিস্থিতি
বরাদ্দ সংযমে
নিভিয়ে ছিলে
সমস্ত পাগলামি...
আগুন ছিল
বিরুদ্ধ স্বভাবে
সমাজ তাকে
কোল দিল না,তবু
সময় নিয়ে
প্রচার অভিযানে
আগবাড়িয়ে
হেঁটে যাচ্ছ তুমি... !
এবার তবে
আগোল খুলে দাও
পাগল বাতাস
আছড়ে পড়ুক,
নিষিক্ত হোক
শস্যসুখে
বুকের রুক্ষ জমি...
No comments:
Post a Comment