Sunday, September 22, 2019

আম্রপালী দে





প্রতিস্পর্ধা


দুর্বল কবিতারা একে একে দুর্গ গড়ে তোলে
চারিদিক ঘিরে ফেলে কুয়াশা
কতগুলো কাটা হাত এপথে এগিয়ে গেছে 
অস্পৃশ্য ভেবে  
মরা রক্ত দেখে কতকাল দূরে সরে গেছে পাখি--

ছিদ্র বহুল ভবিষ্যতের মুখে ভেসে আসা 
বাংলা ভাষা স্বস্তিদায়ক নয়--

পাহাড়ে চলে গেলে এই দীর্ঘ যন্ত্রনা মুছে যেতে পারে
ভেবেছি একথা--

সমস্ত নীল বয়ে যেতে পারে নদীর সাথে


আবার মনে হয়,
পাহাড়েও মানুষ মরে যায়
ছিটকে বেরোয় রক্ত--

মানুষের রক্ত খেতে খেতে 
জমা জলে ভেসে ওঠে লাশ

আমরা স্বর্গের গর্তে শুধু মাটি ঢেলে দিতে পারি...


No comments:

Post a Comment