Saturday, September 21, 2019

বিবস্বান দত্ত






"ইতি- কথার পরে"


মহেঞ্জোদাড়োর মত সময় এসেছে আজ রাত
ছিন্ন হয়ে পড়ে যাবে সভ্যতা ইঁট জল পুথি
বিষণ্ণ ও সিন্ধু নদ ফুলে উঠছে ঠোঁট থেকে নাকে
 শহর ধ্বংস হয় কিভাবে তা বসে দেখছি আমি

একে একে ঝরে গেছে চোখের শুকিয়ে যাওয়া পাতা
বন্ধু বলে যারা ছিল একে একে ছেড়ে গেছে স্নেহ
একা আমি বসে আছি শহরের শবদেহ নিয়ে
আগুনের ফুলকিরা চুমো খায় ঘাস থেকে ঘাসে

যে যেখানে ছেড়ে গেল সেইখানে চুপ থেমে থাকি
অগণন হ্রেষাধ্বনি কান ঘেঁষে চলে যায় হাওয়া
শিরস্ত্রাণ লুটিয়েছে সেই কবে আলপথ দিয়ে
পালানোর পথ জানে বাস্তুরও উপায় ছিল না

এখন শুধুই ইঁট ভাঙা হয়ে পড়ে আছে দেহ
চোখ দিয়ে ঝরে গেছে একচালা প্রতিমার স্মৃতি
ধ্বংস কথা লেখা থাকে কোন প্রিয় ইতিহাস বইয়ে

নবীন স্কলার হয়ে সেই সব খুঁজে দেখে ভূমি

No comments:

Post a Comment