কেউ নই ততটা দুঃখিত
১
অন্যায়ের গলা চেপে ধরেছে অন্যায়
যেন দুটি ভাই
যে আগে জন্মেছে তার দায়
যেন দুটি ভাই
যে আগে জন্মেছে তার দায়
২
ততটা দুঃখিত নই
ততটা দুঃখিত নয় বন
ততটা দুঃখিত নয় বন
একটি নিহত চাকে
তিন পুরুষের ভূত
জড়িয়ে নেওয়ার নামে খিদের দমন
তিন পুরুষের ভূত
জড়িয়ে নেওয়ার নামে খিদের দমন
বনমালী তুমি, পরজনমে হইও রাধা
শ্রীকৃষ্ণ রাখালি সেরে সুরলিপ্ত নেমেছে পুকুরে
ও রাধা, ও গা ঢলানি
গাছের শরীরে তোকে চিনতে পারে ঢেউ
গাছের শরীরে তোকে চিনতে পারে ঢেউ
শেকড়ের অন্নে, তুই কুলটা মেয়ে,
প্রণামের ছলে
ছায়াসুদ্ধ ডাল আর জলের উপর মাথা ঝুঁকে
পরপুরুষের স্নানদৃশ্য থেকে চুরি করে রাখিস তোয়ালে
ছায়াসুদ্ধ ডাল আর জলের উপর মাথা ঝুঁকে
পরপুরুষের স্নানদৃশ্য থেকে চুরি করে রাখিস তোয়ালে
খুব ভালো লাগলো
ReplyDeleteদারুণ
ReplyDelete