Saturday, September 21, 2019

গৌরাঙ্গ মণ্ডল





কেউ নই ততটা দুঃখিত
অন্যায়ের গলা চেপে ধরেছে অন্যায়
যেন দুটি ভাই
যে আগে জন্মেছে তার দায়
ততটা দুঃখিত নই
ততটা দুঃখিত নয় বন
একটি নিহত চাকে
তিন পুরুষের ভূত
জড়িয়ে নেওয়ার নামে খিদের দমন

বনমালী তুমি, পরজনমে হইও রাধা

শ্রীকৃষ্ণ রাখালি সেরে সুরলিপ্ত নেমেছে পুকুরে
ও রাধা, ও গা ঢলানি
গাছের শরীরে তোকে চিনতে পারে ঢেউ
শেকড়ের অন্নে, তুই কুলটা মেয়ে, প্রণামের ছলে
ছায়াসুদ্ধ ডাল আর জলের উপর মাথা ঝুঁকে
পরপুরুষের স্নানদৃশ্য থেকে চুরি করে রাখিস তোয়ালে
 



2 comments: