Monday, September 23, 2019

সুবিনয় হেমব্রম





ভূমিকম্প 

প্যারাসুটের মত লম্বা কালো মেঘ
দড়ি ধরে ঝুলতে থাকা ভয়ার্ত গ্রাম
গ্রামের নিচে দিঘি
দিঘির মধ্যে নিভে আসা সূর্য 

বাবা ঝুঁকে দেখছে কতদূর পৌঁছল স্রোত 
মা আমার বুকে কাদার পাহাড় তুলছে 
নৌকোভর্তি বীজ এনে তুমি এইখানে দাঁড়াবে
যত নিশ্বাস নিচ্ছি পাহাড় দুলছে
দরজা খুলে সবাই পড়িমরি বাইরে ছুটছে!
ফাঁকা মাঠ কোথায় ফাঁকা মাঠ! 


ডুডলবাগ 

গুঁড়ো আলোর নিচে সন্ধের দোকান 
ঠোঁটে একটা বিড়ি নিয়ে 
ইশারায় আগুন চাইছে এক লালচোখ পাগল 
স্কুল অফিস কারখানা থেকে 
ফেলে দেওয়া কাগজের মত 
ভিজে নরম মানুষ
তুলে নিয়ে যাচ্ছে দূরপাল্লার বাস

মদের পর একমুঠো চানাচুরের মত 
সন্ধেটা উপভোগ করছি আমি
আমাকে উপভোগ করছে
এই উলঙ্গ সময়!


11 comments:

  1. ভালো লাগল ইমেজারি গুলো নিয়ে #শিবসাগর

    ReplyDelete
  2. ভাললাগা জানালাম সুবিনয়। আপনার কবিতার সারল্য আমায় মুগ্ধ করে।

    ReplyDelete
    Replies
    1. ভালবাসা আপনাকে। জানা হল না আপনাকে। ভবিষ্যতে হয়তো সে সুযোগ মিলবে।

      Delete
  3. খুব ভালো লাগলো সুবিনয়, সৃষ্টি তোমার কলমেই খেলা করে।

    ReplyDelete
    Replies
    1. অনেক ভালবাসা আপনাকে। সঙ্গে থাকবেন।

      Delete
  4. ভালবাসা নেবেন দাদা

    ReplyDelete
  5. প্রথম কবিতায় এত চমক ! স্তব্ধতা দীর্ঘক্ষণ | দুঃখের বিষয় , সুবোধ সরকারের চোখ দিয়ে আপনাকে দেখতে হল - এতদিনে নিজের চোখে দেখাই উচিত ছিল আমার ।

    ReplyDelete