ভূমিকম্প
প্যারাসুটের
মত লম্বা কালো মেঘ
দড়ি ধরে
ঝুলতে থাকা ভয়ার্ত গ্রাম
গ্রামের
নিচে দিঘি
দিঘির
মধ্যে নিভে আসা সূর্য
বাবা
ঝুঁকে দেখছে কতদূর পৌঁছল স্রোত
মা আমার
বুকে কাদার পাহাড় তুলছে
নৌকোভর্তি
বীজ এনে তুমি এইখানে দাঁড়াবে
যত
নিশ্বাস নিচ্ছি পাহাড় দুলছে
দরজা
খুলে সবাই পড়িমরি বাইরে ছুটছে!
ফাঁকা
মাঠ কোথায় ফাঁকা মাঠ!
ডুডলবাগ
গুঁড়ো
আলোর নিচে সন্ধের দোকান
ঠোঁটে
একটা বিড়ি নিয়ে
ইশারায়
আগুন চাইছে এক লালচোখ পাগল
স্কুল
অফিস কারখানা থেকে
ফেলে
দেওয়া কাগজের মত
ভিজে
নরম মানুষ
তুলে
নিয়ে যাচ্ছে দূরপাল্লার বাস
মদের পর
একমুঠো চানাচুরের মত
সন্ধেটা
উপভোগ করছি আমি
আমাকে
উপভোগ করছে
এই
উলঙ্গ সময়!
ভালো লাগল ইমেজারি গুলো নিয়ে #শিবসাগর
ReplyDeleteআন্তরিক ধন্যবাদ
Deleteভাললাগা জানালাম সুবিনয়। আপনার কবিতার সারল্য আমায় মুগ্ধ করে।
ReplyDeleteভালবাসা আপনাকে। জানা হল না আপনাকে। ভবিষ্যতে হয়তো সে সুযোগ মিলবে।
Deleteসুন্দর
ReplyDeleteভালবাসা দাদা
Deleteখুব ভালো লাগলো সুবিনয়, সৃষ্টি তোমার কলমেই খেলা করে।
ReplyDeleteঅনেক ভালবাসা আপনাকে। সঙ্গে থাকবেন।
DeleteBah
ReplyDeleteভালবাসা নেবেন দাদা
ReplyDeleteপ্রথম কবিতায় এত চমক ! স্তব্ধতা দীর্ঘক্ষণ | দুঃখের বিষয় , সুবোধ সরকারের চোখ দিয়ে আপনাকে দেখতে হল - এতদিনে নিজের চোখে দেখাই উচিত ছিল আমার ।
ReplyDelete