Sunday, September 22, 2019

কস্তুরী সেন








মুহূর্ত
   
আজ এত সত্য এল, পাতাভর্তি
শিরা আর ধমনীতে ভরাভর্তি পাতা
ওরা তো সুতোর সত্য, সরু লাল
তাকে আঁকড়ে ধরে এত অন্নজল, 
অশ্রুজল, চমৎকার বিদ্যুৎঝলক!
বিদ্যুৎ মুহূর্তসত্য, বাকি তারপরে
ও নিশ্চল দেশ! 
তাকে সামান্য কি সাহায্যের হাত দেবে
যে রোমাঞ্চ ফিরে যায় রক্ত ঠেলে ঠেলে...

শিলাভীত ওরা ওই, রোমাঞ্চকণারা,
ঝরে যায়, যাক
তাপ জ্বর তেজ কমে এলে

No comments:

Post a Comment