মুহূর্ত
আজ এত সত্য এল,
পাতাভর্তি
শিরা আর ধমনীতে
ভরাভর্তি পাতা
ওরা তো সুতোর
সত্য, সরু লাল
তাকে আঁকড়ে ধরে
এত অন্নজল,
অশ্রুজল,
চমৎকার বিদ্যুৎঝলক!
বিদ্যুৎ
মুহূর্তসত্য, বাকি তারপরে
ও নিশ্চল দেশ!
তাকে সামান্য কি
সাহায্যের হাত দেবে
যে রোমাঞ্চ ফিরে
যায় রক্ত ঠেলে ঠেলে...
শিলাভীত ওরা ওই,
রোমাঞ্চকণারা,
ঝরে যায়,
যাক
তাপ জ্বর তেজ কমে
এলে
No comments:
Post a Comment